গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৬ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে কাজীপুর বিওপি’র সীমান্ত এলাকা আলম বাজার থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড উত্তরপাড়ার মোজাম্মেল হকের ছেলে বিদ্যুৎ (৩২) ও করমদি গ্রামের খোরশেদ আলমের ছেলে বাদল আলী (২০)।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাজীপুর আলম বাজার নামক স্থানে হাবিলদার টিপু সুলতান এর নেতৃত্বে অভিযানে গাংনী উত্তরপাড়ার মোজাম্মেল হকের ছেলে বিদ্যুৎ হোসেন (৩২) ও করমদি গ্রামের খোরশেদ আলমের ছেলে বাদল আলী (২০) কে ভারতীয় ১৩০ গ্রাম গাঁজা, ০১টি মোটর সাইকেলসহ আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মোটরসাইকেল, মোবাইল এবং অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post