গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৫শ’ গ্রাম গাঁজাসহ জোসেফ রোজারিও (৫২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে গাংনী পৌর এলাকার চৌগাছা খ্রীস্টান পাড়ার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত জোসেফ রোজারিও চৌগাছা গ্রামের প্লেমেন্ট রোজারিও এর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক বলে জানা গেছে।
মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের খ্রীষ্টানপাড়া এলাকায় তিনার নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে জোসেফ রোজারিও নামের এক ভ্যানচালককে আটক পূর্বক তল্লাশি চালিয়ে জোসেফ রোজারিওর বসতবাড়ির সানসেটের উপর থেকে প্লাস্টিকের ড্রামে পলিথিন কাগজে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
আটককৃত জোসেফ রোজারিও এর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুলাই-২০২২//

Discussion about this post