Print Date & Time : 6 May 2025 Tuesday 3:30 am

গাংনীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ১ কেজি গাঁজাসহ প্রকাশ মন্ডল (৬৫) নামের এক মাদক ব্যবসায়ী এবং শাহির আলী (৪৮) নামের এক মাদকসেবীকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার জুগিন্দা শেখ পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক প্রকাশ মন্ডল জুগিন্দা গ্রামের অমরেন্দ্র মন্ডলের ছেলে। অপরদিকে, মাদকসেবী শাহির আলী উপজেলার ঢেপা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহির আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ দণ্ডাদেশ প্রদান করেন। তাকে গাংনী থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মদনমোহন সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুগিন্দা শেখ পাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় শাহির আলীকে গাঁজা সেবনের সময় ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে প্রকাশ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

তিনি আরো জানান, প্রকাশ মন্ডল দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।