Print Date & Time : 24 April 2025 Thursday 10:58 am

গাংনীতে গাঁজাসহ মাদক পাঁচারকারি আটক

মেহেরপুরের গাংনীতে ৫০ গ্রাম গাঁজাসহ মিনারুল ইসলাম (২৮) নামের এক মাদক পাঁচারকারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

রবিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টার সময় গাংনী উপজেলা শহরের হাইস্কুল মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত মিনারুল গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের বুদু বিশ্বাসের ছেলে।

গাংনী থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, এক যুবক গাঁজা নিয়ে শহরে বিক্রি করতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী হাইস্কুলের সামনে একটি দোকানের সামনে অভিযান চালানাে হয়। এসময় মিনারুল পুলিশ দেখে দৌড়ে পালাতে চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী কোমরে বাঁধা অবস্থায় একটি পলিথিন প্যাকেটে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ এপ্রিল ২০২৩