Print Date & Time : 6 July 2025 Sunday 5:48 am

গাংনীতে গাঁজা ও ভারতীয় মদসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে এক কেজি গাঁজা ও সাত বোতল ভারতীয় মদসহ একরামুল ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসাহিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার ( ১৯ মে) বিকাল চার টার দিকে তাকে আটক করে। আটককৃত একরামুল সহড়াতলা গ্রামের একতার হোসেনের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের একরামুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও সাত বোতল ভারতীয় Royal Stag মদসহ তাকে আটক করি। আটককৃত একরামুল হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান,আটককৃত একরামুল ইসলামের বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ মে ২০২৩