গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে খাদিজা খাতুন (১৩) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ জুলাই), বেলা সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের তেরাইল গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা খাতুন উপজেলার তেরাইল গ্রামের সৌদি প্রবাসী আবুল কালাম আজাদ এর মেয়ে ও একই এলাকার কামরান ফারাজীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা করেও কোন ফল মেলেনি দিন দিন অসুখ বেড়েই চলেছিল। একারণেই হঠাৎ সে তার মায়ের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়াল সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, আত্মহত্যার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post