Print Date & Time : 7 July 2025 Monday 3:30 pm

গাংনীতে গোডাউন লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে গোডাউন লুটপাট ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাতে মড়কা বাজারে ভাঙচুর ও লুটপাট করার ঘটনা ঘটে। এ ঘটনায় বানিয়াপুকুর গ্রামের ময়নুল হক ও আব্দুল্লাহ আল মামুন গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করা করেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, গাংনী উপজেলার গোপালনগর মৌজার ১৮৮ খতিয়ানের ২৭৪২ দাগের ৩২ শতক জমি এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন ১৯৯৭ সালে ৩টা গোডাউন তৈরি করে ব্যবসা বানিজ্য করে আসছে। কিন্তু গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শিমুলতলা গ্রামের শহিদুল ইসলাম,পানু মোল্লা,সিরাজ হোসেন,হাফিজুর রহমান,সাহেবুল ইসলাম,মতিয়ার রহমান ও আলম হুসাইন সহ তাদের সহযোগিরা ৩টি গোডাউন ভেঙ্গে ৬৬০ বস্তা চাল ও ১২ টন রড লুটকরে। যার আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
ময়নুল হক বলেন,জমিজমা নিয়ে মামলা চলছে। তারা বিধি মোতাবেক জমি পাইলে আইনগত ভাবে নেবে কিন্তু জোর পূর্বক ভাংচুর লুটপাট করবে কেন।
মড়কা বাজার কমিটির সভাপতি আব্বাস আলী বলেন,বিবাদীরা ভাংচুরের বিষয়টি স্বীকার করলেও লুটপাটের বিষয়টি অস্বীকার করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাহেবুল ইসলাম বলেন,আদালতের রায় ছিলো একারনে ভেঙ্গে দেয়া হয়েছে। লুটপাট করা হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এল//