Print Date & Time : 28 August 2025 Thursday 5:36 am

গাংনীতে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ১

মাহাবুল ইসলাম, গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে চাঁদাবাজি মামলার আসামি ইমরান হোসেন ওরফে ইংরেজ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইংরেজ গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।

বৃহষ্পতিবার (১৫ ডিসেম্বর) ভোররাতে গাংনী থানা পুলিশের একটিদল তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির মামলায় গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, ইংরেজ এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরােয়ানা জারি করে। গ্রেফতার এর পর তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//