Print Date & Time : 3 May 2025 Saturday 4:40 am

গাংনীতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

মাহাবুল ইসলাম, গাংনী: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল, করমদী ডিগ্রি কলেজ ছাত্রদল, কাজীপুর ডিগ্রি কলেজ ছাত্রদল ও তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করে।

আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিল, ছাত্রদল নেতা সোহান, আব্দুল্লাহ আল কোদরসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

তারিক//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১০,২০২৪//