Print Date & Time : 12 September 2025 Friday 4:55 am

গাংনীতে ছাত্রলীগের শোভাযাত্রা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সফল করার লক্ষে এবং শেখ হাসিনা সরকারের উন্নয়নকে স্বাগত জানিয়ে মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের শােভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সােমবার (৬ মার্চ) সকালের দিকে গাংনী উপজেলা শহরে শােভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম ও মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব।

শােভাযাত্রায় অতিথি হিসাবে যােগদান করেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। এসময় শােভাযাত্রায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হােসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল, হাসিবুর রহমান হাসিবসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মার্চ ২০২৩