Print Date & Time : 24 August 2025 Sunday 2:03 am

গাংনীতে জমি জমা বিরোধের সংঘর্ষে আহত-৬

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের মধ্যপাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

রোববার (৭ মে), সকালের দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম সহড়াতলা মধ্যপাড়ার মৃত নিতালি বিস্বাসের দুই ছেলে মো: গোলাম (৫৫) এবং মোঃ দুলাল( ৪০) এর মধ্যে এই সংঘর্ষের ঘঠনা ঘটে। এতে দুই পক্ষের ৫ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন গোলামের পক্ষের গোলামসহ মো: আওয়াল (২০) মুসলিমা (৪০) এবং দুলালসহ দুলালের ছেলে আকাশ (১৮) বর্তমানে আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে দুলালের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার  সকালের দিকে তাদের দীর্ঘদিনের জমি জমা বিরোধ নিয়ে দুই ভাইয়ের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। হাতের কাছে যে যা পেয়েছে তাই দিয়ে দুই পক্ষের মধ্যে মারপিট চলতে থাকে। এই মারামারি ঠেকাতে গিয়ে স্থানীয় জামরুলসহ কয়েকজন আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম (নাটু) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদের মধ্যে দীর্ঘদিনের জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ লেগেই ছিলো।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ০৭,২০২৩//