মাহাবুল ইসলাম, গাংনী: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাহিদ ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দরা।
সভায় বক্তারা ভোটার অধিকার ও গণতান্ত্রিক চেতনা প্রসারে জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন ভোটারদের দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

Discussion about this post