Print Date & Time : 27 July 2025 Sunday 11:10 am

গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

শনিবার দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচীর মধ্যে সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের পরপরই বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি গাংনী উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় দিবসটি পালনের আয়োজন করে। 

আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান (ভারপ্রাপ্ত)। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল এর সঞ্চালনায়-অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, নাগদারখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাহী পরিষদের সদস্য আব্দাল হক, ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন প্রমুখ।

আলােচনা সভা শেষে অতিথিদের উত্তরীয় পরানাে হয়। এবং উপজেলার পাঁচটি সফল সমবায়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।

এহ/02/11/24/ দেশ তথ্য