Print Date & Time : 22 April 2025 Tuesday 11:22 pm

গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বার) সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি র‌্যালি প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এদিন সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

প্রধান অতিথি বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন -এর প্রতিনিধি মনিরুজ্জামান আতু, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
এসময় বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক নারগিছ সুলতানা নির্জনা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ সেপ্টেম্বর ২০২৩