মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার সময় গাংনীর দারুল ইয়াতিম হলরুমে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর গাংনী উপজেলা শাখার আমীর রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দীন খান।
গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী ইকবাল হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, সূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা, গাংনী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম।
শিক্ষা বৈঠকে ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলি, রুকুনিয়াতের মান, ইকামতে দ্বীনের গুরুত্ব ও সামনের জাতীয় সংসদ সদস্য নিয়ে প্রশিক্ষণের পাশাপাশি আলোচনা করা হয়।

Discussion about this post