Print Date & Time : 8 September 2025 Monday 8:07 pm

গাংনীতে জাল নোটসহ আটক ১

প্রতিবেদক গাংনী: মেহেরপুরে ৪২ হাজার জাল টাকাসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামের একজনকে আটক করেছে র‍্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের সদস্যরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে আমিরুল ইসলাম খোকনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার টাকা মূল্যের ৪২ টি জাল নোটসহ তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আমিরুল ইসলাম খোকন গাংনী পৌরসভা, ০২ নং ওয়ার্ড, শিশিরপাড়ার নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে সে সাহারবাটি ইউনিয়নেরর ভাটপাড়াতে বসবাস করেন।
র‍্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওহেদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি চক্রের সাথে সরাসরি জড়িত এবং জাল টাকা সংগ্রহপূর্বক ক্রয় বিক্রয়ের সঙ্গে খোকন জড়িত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাংনী উপজেলার ভাটপাড়া আবাসন থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪২টি জাল নোটসহ তাকে আটক করা হয়।
প্রক্রিয়াধীন।