আব্দুল আলিম, মেহেরপুর (০২-০৫-২০২২)ঃ- মেহেরপুরে গাংনীতে সোয়াবিন তৈল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সিটি গ্রুপের পরিবেশক সিদ্দিক ষ্টোরের মালিক সিদ্দিকুর রহমান।
সোমবার বিকেলে চৌগাছায় পরিবেশকের কার্যালয়ে প্রতিবাদ সভা করেন তিনি। প্রতিবাদ সভায় সিদ্দিকুর রহমান জানান, তিনি একজন সিটি গ্রুপের গাংনী অঞ্চলের পরিবেশক । গেল রাত্রে চাহিদা অনুযায়ী কোম্পানী থেকে তেল সরকরাহ করা হয়। এসময় বেশ কয়েকজন ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে দোকানের মধ্যে প্রবেশ করে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে।
আমকে তেল মজুদকারি বলে হুমকি দিয়ে অনৈতিক ফায়দা লুটার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ট্রাক থেকে তেল নামানোর ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন এবং প্রশাসন দিয়ে হেনস্থা করার চেষ্টা করে।
বিষিয়টি বিভিন্ন মহল থেকে আমাকে জানানো হলে আমি লক্ষ করি আমার ব্যবসায়ীক সুনাম ক্ষুণ্য করা হচ্ছে। আমি এর প্রতিবাদ করছি।
তিনি আরো জানান,আমার এলাকায় তেলের যে পরিমান চাহিদা রয়েছে তা পুরুন করা সম্ভব হচ্ছেনা। তাছাড়া কোম্পানীর ট্রাক থেকে তেলের কার্টুন নামানোকে মজুদ বলা হয়েছে। নিয়মানুয়ী যে পারমান তেল সরবরাহ নিতে পারবো তার অর্ধেক পাচ্ছি। তাহলে এতো চাহিদা থাকার পরেও মজুদ করা প্রশ্নই আসেনা। তেলের বোতলের গায়ে লেবেলে উৎপাদন কারিখ রয়েছে ২০/০৪/২০২২। অথচ এই সিমিত সময়ের মধ্যে কোম্পাপনী উৎপাদন করার তেল কিভঅবে মজুদ হয় তা আমার জানা নেই। একজন ব্যবসায়ী হিসেবে এবং একজন সুনাগরিক হিসেবে এই অপপ্রচরের তিব্র প্রতিবাদ জানান এই ব্যবসায়ী।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২ ,২০২২//