গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ৮ নং ধানখোলা ইউনিয়ন পরিষদ থেকে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল হতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ সমস্ত সামগ্রী বিতরণ করা হয়।
এ কার্যক্রমের আওতায় ১৫ জন দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ২৫ জন গর্ভবতী মহিলাদের বাচ্চার নাম রাখাসহ ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করণের জন্য উৎসাহিত করতে মিষ্টিসহ বাচ্চাদের জন্য প্যামপাস, ফিডার, ও ওলিভয়েল তেল বিতরণ করা হয়।
ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নামজুল আলম।
দৈনিক দেশতথ্য//এল//