Print Date & Time : 9 May 2025 Friday 2:35 am

গাংনীতে দিনদুপুরে মোবাইল ছিনতাই

মেহেরপুর থেকে আঃ আলিম :মেহেরপুরের গাংনীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্বের একটি রাস্তা থেকে এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই করেছে দুই ছিনতাইকারী।

সোমাবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। ছিনতাইকারির কবলে পড়া কলেজ ছাত্রী মোহনা খাতুন গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মহিউদ্দিনের মেয়ে ও এআরবি কলেজের ছাত্রী।

মোহনা জানান, তিনি ও তার এক  বোন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে পার্শ্বের একটি রাস্তা দিয়ে হাটছিলেন। এমন সময় মোটরসাইকেলে দুই অজ্ঞাত যুবক তাদের গতিরোধ করে এবং একটি ঠিকানা জিজ্ঞাসা করে। এসময় মোহনা তাদের ঠিকানা বলতেই হাতে থাকা একটি রিয়েলমি ব্রান্ডের মোবাইল ফোন হাত থেকে কেড়ে নিয়ে পালিয়ে যায় । মোবাইল ছিনতাই হয়েছে বলে মোহনা চিৎকার দিলে স্থানীয় লোকজন সেখানে ছুটে গিয়ে কারো দেখা না পেলে কান্নায় ভেঙ্গে পড়েন মোহনা। পরে স্থানীয়দের পরামর্শে তাকে গাংনী থানায় পাঠানো হলে একটি জিডি করেছে মোহনা।

গাংনী শাহর থেকে প্রকাশ্যে দিনের বেলায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা আইনশৃংখলা সম্পর্কে নানা প্রশ্ন তুলছেন পথচারীরা। স্থানীয়রা জানায় শহরের অলিতে গলিতে এখন মাদক সেবিদের আনাগোন বেড়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক কে মোবাইল ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি। ডিউটি অফিসার নুরুন নবী জানায়, আমাদের কাছে ওই ভুক্তভোগী এসেছিল। আমরা বিষয়টি তদন্ত করছি এবং মোবাইল উদ্ধারের চেষ্টা করছি।

দৈনিক দেশততথ্য//এল//