Print Date & Time : 2 July 2025 Wednesday 9:32 pm

গাংনীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২০ জুলাই), দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা সহকারী কার্যালয় কর্তৃক সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে গাংনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মুদিখানা, তেল, বীজ ভান্ডারসহ নিত্য পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ মূল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স শরিফুল স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা এবং মেসার্স মেহেদী বীজ ভান্ডারকে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় ও অন্য প্রতিষ্ঠানের নামে বীজ প্যাকেটজাত করে বিক্রয়ের অপরাধে ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা, মোট দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসময়ে ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ।

দৈনিক দেশতথ্য//এল/