Print Date & Time : 12 September 2025 Friday 12:28 pm

গাংনীতে দুই বোতল স্পিরিটসহ আটক ২

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ২ বোতল স্পিরিটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন), রাত ১০ টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া পাগলা ব্রিজের কাছ থেকে এ দু’জনকে গ্রেফতার করে বামুন্দী পুলিশ ক্যাম্প।

স্পিরিট নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দী ক্যাম্পের এসআই মঞ্জুর হাসানের নেতৃত্বে একটি দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো পলাশী পাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন এবং তেঁতুলবাড়ীয়া গ্রামের নুর বক্সের ছেলে লালন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, স্পিরিট নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দী ক্যাম্পের একটি দল তাদের আটক করতে সক্ষম হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের সম্পন্ন হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//