Print Date & Time : 28 August 2025 Thursday 3:56 am

গাংনীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে-মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দিবসটি পালনের আয়োজন করে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, বামন্দী ফায়ার সার্ভিসের প্রতিনিধি ইসাহাক আলী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নিরঞ্জন চক্রবর্তি। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ -আল মাসুমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১০,২০২৩//