মেহেরপুর গাংনীতে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও মাতৃক্লাব সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যদের মাঝে চাউল, ডাউল, তেল, আটা, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য তুলে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ গাংনী উপজেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশন প্রশাসক শফিকুল ইসলামের সভাপ্রতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার মুনসুর আলী।
ইম্প্যাক্ট ফাউন্ডেশন গাংনী উপজেলা ম্যানেজার শামীম আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন নারী নেত্রী নুরজাহান বেগম, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ প্রতিবন্ধী ও মাতৃক্লাবের দুই শতাধিক পরিবারের সদস্যদের হাতে ঈদ উপলক্ষ্যে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৬,২০২২//

Discussion about this post