গাংনী(মেহেরপুর) প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে যশোরের সাগরদাঁড়ি থেকে ধর্ষণ মামলার আসামি জগন্নাথ মন্ডল ওরফে শিমুল (৩৩) কে গ্রেপ্তার করেছে।
শনিবার দিবাগত মধ্যরাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিমুলকে তার নিজ বাসভবন যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি থেকে গ্রেফতার করে গাংনী থানায় নিয়ে আসা হয়।
রবিবার (১৯ জুন), গ্রেপ্তারকৃত জগন্নাথ মন্ডল ওরফে শিমুলকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ব্রাক এর গাংনী শাখায় কর্মরত অবস্থায় শিমুল উপজেলার ইঁকুড়ী গ্রামের সমিতির একটি দলের লোনের কিস্তি আদায়কালে উক্ত গ্রামের জনৈক নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে নানা প্রলোভন দিয়ে ২০২১-২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে শিমুল উক্ত নারীকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ইঁকুড়ী গ্রামের উক্ত ভিকটিম বাদী হয়ে ২০২০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় গত ১১ জুন ২০২২ একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post