Print Date & Time : 26 May 2025 Monday 4:14 am

গাংনীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

মাহাবুল ইসলাম গাংনী: মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোতালেব আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, গাংনী পৌরসভার প্রকৌশলী শামিম রেজা।

এসময় গাংনী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তাঁরা ইউএনওকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।