Print Date & Time : 6 July 2025 Sunday 3:49 am

গাংনীতে নবাগত এসিল্যান্ডের যোগদান

মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাদির হোসেন শামীম যোগ দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় হতে বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) যোগদান করেন তিনি।

রোববার (২৭ নভেম্বর) দুপুরের পর তিনি গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম এর কার্যালয়ে আসেন। ইউএনও তাঁকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানানোর পর নবাগত এসিল্যান্ডকে নিজ কর্মস্থল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

৩৬ তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ হয়ে তিনি প্রথমে ম্যাজিস্ট্রেট হিসাবে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের শূন্য পদ পূরণ করলেন।