মেহেরপুরের গাংনীতে পর্ণোগ্রাফি আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী মবিউল ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা । গ্রেপ্তারকৃত মবিউল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের খেজমত আলীর ছেলে।
রবিবার মধ্যরাতে মেহেরপুরের গাংনীস্থ র্যাব ক্যাম্পের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে তাকে গাংনী উপজেলার চেংগাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মবিউল কুষ্টিয়ার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১২ (গাংনী) ক্যাম্প সূত্র জানায়, ২০২২ সালের ১১ নভেম্বর মবিউলসহ কয়েকজনের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি পর্ণোগ্রাফি আইনে একটি মামলা হয়। যার নং-১৬। ওই মামলার ৪নং আসামী মবিউল। মামলার পর থেকে সে পলাতক ছিল। র্যাবের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে মবিউলকে গ্রেপ্তার করে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৬ জানুয়ারি ২০২৩

Discussion about this post