Print Date & Time : 30 July 2025 Wednesday 12:38 pm

গাংনীতে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়ধীন দারিদ্র মহিলাদের জন্য সম্বনিত পল্লী কর্মসংস্থান সহায়ক প্রকল্পের আওতায় গঠিত জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া ইয়াসমিন। এতে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, গাংনী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাব্বির আহমেদ সহকারী শিক্ষক শাহানা পারভিন প্রমুখ। পরে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,১৭ জানুয়ারি ২০২৩