গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে জিহাদ নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মে), বেলা ৩ টার দিকে জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ সহড়াতলা পশ্চিমপাড়ার আজমাইন হোসেনের একমাত্র ছেলে বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে সহপাঠীদের সঙ্গে খেলতে যায় মুদাস্সির হোসেন জিহাদ। এসময় তাকে না পেয়ে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। অবশেষে বাড়ির নিকটবর্তী স্থানীয় মসজিদের পাশে ছোট্ট একটি গর্ত থেকে জিহাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় জনতা বলেন, পাড়ার বন্ধুদের সাথে খেলতে যায় জিহাদ। এসময় তাকে খুঁজতে থাকেন পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর টুটুল হোসেনের ছোট্ট পুকুরে ভাসমান অবস্থায় জিহাদের মরদেহ দেখা যায়।
এলাকাবাসীরা আরও জানান, জিহাদ তার বাবা-মায়ের একমাত্র সন্তান।
জিহাদের ডুবে যাওয়ার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে গাংনী থানা সূত্রে জানা গেছে।
পানিতে ডুবে শিশুর মৃত্যুতে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Print Date & Time : 14 May 2025 Wednesday 2:14 pm