Print Date & Time : 2 August 2025 Saturday 10:33 am

গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ফাতেমা খাতুন (১২) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার গাংনী উপজেলার করমদী গ্রামে নিজ বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গেলে সেখানে ডুবে তার মৃত্যু হয়। 

ফাতেমা খাতুন করমদী গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সাথে বাড়ির পাশে পাঞ্জাব মণ্ডলের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষ করে চাচা এনামুল পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে ফাতেমা খাতুনের মা ববিতা খাতুন সহ প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে ফাতেমা খাতুনকে উদ্ধার করা হয়।

এরপর স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//২৮ সেপ্টেম্বর, ২০২৪//