Print Date & Time : 4 July 2025 Friday 6:36 am

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হুজাইফা ওরফে হোসাইন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে পরিবারের সদস্যরা নিজ পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ দেখতে পান।

হুজাইফা শিমুলতলা গ্রামের কৃষক তুহিন আলীর ছেলে ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্থানীয় শিশুশিক্ষা কর্মসূচীর শিক্ষার্থী।

ষোলটাকা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ শুক্রবার সকালে শিশু হুজাইফাকে বাড়িতে রেখে পিতা-মাতা বাড়ির পাশেই মাঠে কাজ করার জন্য বেরিয়ে যায়। দুপুরে বাড়িতে এসে হুজাইফাকে বাড়িতে না দেখে তার মা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ি সংলগ্ন নিজের পুকুরে শিশুর ভাসমান মরদেহ দেখয়ে পেয়ে উদ্ধার করা হয়।

অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু হুজাইফার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।