মেহেরপুরের গাংনী উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পিতা-পুত্রসহ তিনজনকে আটক করে।
বৃহস্পতিবার (১২ মে)দুপুরে খাদ্যগুদামের পেছনের চালিয়ে মাদক সেবনকালে পিতা-পুত্রসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো গাংনী বাজার পাড়ায় আব্দুর রহমান ছিদ্দীকের ছেলে আসলাম সিদ্দিকী (৩০), গাংনী ৮নং মহিলা কলেজ পাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে বদরুল ইসলাম(৬২) ও তার ছেলে সুমন(২০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গাংনী উপজেলার চত্বরের খাদ্য গোডাউন এর পেছনে মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬শ’ ৫০গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রসহ ৩জনকে আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুল আলম জানান, উপজেলা পরিষদ চত্ত্বরের খাদ্য গুদামের পেছনে বদরুল ইসলাম মাদকের আখড়া পরিচালনা করছে এবং সেখানে কয়েকজন মাদক সেবন করছে সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীমসহ অভিযান চালানো হয়। এসময় বদরুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে সুমন হোসেন ও আসলাম সিদ্দিকীকে সাত দিন করে কারাদণ্ডাদেশ ও ২শ’ টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে ৬শ’ ৫০ গ্রাম গাঁজা পাওয়ায় বদরুল আলমকে নিয়মিত মামলা রুজুর আদেশ দেয়া হয়।
আর//দৈনিক দেশতথ্য//১২ মে-২০২২//

Discussion about this post