Print Date & Time : 5 July 2025 Saturday 6:00 am

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে পুকুরের পানিতে ডুবে মমিনুর রহমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু মমিনুর ধর্মচাকী গ্রামের পশ্চিমপাড়ার ভ্যানচালক আব্দুস সালামের ছেলে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টার দিকে ধর্মচাকী গ্রামে এ ঘটনা ঘটে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের চাচা আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার সকালে শিশু মমিনুর রহমান খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে স্থানীয় একটি পুকুরে শিশু মমিনুরকে ভাসতে দেখে স্থানীয়রা।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু মমিনুর রহমানের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফন করা হয়।

এহ/12/11/24/ দেশ তথ্য