মেহেরপুরের গাংনীতে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করে এক মৎস্য খামারির বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুবৃত্তরা। ৮ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন মৎস্য খামারি।
অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইয়ামিন আলীর মৎস্য খামারে এ ঘটনা ঘটে। পবিত্র ঈদুল আজহার দিন ভোরে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পবিত্র ঈদুল আজহার দিন সকাল থেকে মরা মাছ পানিতে ভাসতে দেখা যায়। মরা মাছের মধ্যে পাঙ্গাস, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিলো। মৎস্য খামারী ইয়ামিন আলী জানান, দীর্ঘদিন ধরে গ্রামের একজন মাছ করে আসছিল এই পুকুরে। কোন দিন এমন ঘটনা ঘটেনি। তবে আমি গত কয়েক মাস আগে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করে। বেশির ভাগ মাছই বর্তমানে বিক্রয় যোগ্য হয়ে উঠেছে ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাকে। আমার গ্রামের তেমন কারো সাথে কোন ধরনের শুত্ততা নেই।
গাংনী উপজেলা মতস্য অফিসার খন্দকার সহিদুর রহমান বলেন খুবই দুঃখ জনক ঘটনা আমি সংবাদ পেয়ে সেখানে গিয়েছি। ঠিক কি ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে সেটা জানার চেষ্টা করছি। আমরা মতস্য খামারীকে সব ধরনের সহযোগিতা করব। গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ে আমরা একটি অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য//১৩ জুলাই-২০২২//

Discussion about this post