মেহেরপুরের গাংনীতে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন সহ ৫ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ কর্মবিরতি পালন করেছে।
সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা/কর্মচারীরা অবস্থান নিয়ে এ কর্মসুচী পালন করেন। এসময় সহকারী প্রকৌশলী আলীমুল রেজা, এছাড়াও শাহীন রেজা, হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী জানান, আগামী বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এ কর্মবিরতি চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//

Discussion about this post