Print Date & Time : 7 September 2025 Sunday 12:40 pm

গাংনীতে প্রতিপক্ষের জমিতে আগাছানাশক প্রয়োগ

প্রতিবেদক গাংনী: মেহেরপুরের গাংনীর সহড়াবাড়িয়া মাঠে আলাল উদ্দীন নামের এক কৃষকের একবিঘা ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করেছে প্রতিপক্ষরা।

এতে ওই ধানক্ষেত পুড়ে বিবর্ন হয়ে গেছে। শেষ সম্বল ওই এক বিঘা জমির ধান বিনষ্ট হওয়ায় চোখেমুখে অন্ধকার দেখছেন ওই কৃষক। কৃষক আলাল উদ্দীন গাংনীর শিমুলতলা গ্রামের মতলেব আলীর ছেলে।

আলাল উদ্দীন জানান, তিনি পৈত্রিকসুত্রে প্রাপ্ত হয়ে এক বিঘা জমি অন্তত ৪০ বছর আবাদ করছেন। তার অপর শরীক একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফজলুল হক গ্রামের মাঠে সমপরিমান জমি দখলে রেখেছেন। আলাল উদ্দীনের ভোগদখলকৃত জমিটি রাস্তার ধারে হওয়ায় হঠাত চোখ পড়ে ফজলুল হকের। দখল নিতে মরিয়া হয়ে ওঠেন। বিভিন্ন সময়ে নানা ধরনের হুমকিও দিতেন তিনি। শেষ পর্যন্ত জমিটি দখল নিতে ফজলুল হক ও তার ভাগিনা মিলন ও সাগর তিনদিন আগে সকালে প্রকাশ্যে আগাছানাশক প্রয়োগ করেন। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়রা জানান, প্রথমে কীটনাশক স্প্রে করছেন বলে ধারনা করলেও ওই তিনজন প্রতিপক্ষ জমিটি দখল নিতে আগাছানাশক প্রয়োগ করছেন বলেও স্বীকার করেন। গেল দুদিন ধানক্ষেতে কোন প্রতিক্রিয়া না থাকলেও আজ বৃহষ্পতিবার ধানক্ষেত পুড়ে বিবর্ন হয়ে যায়। বিষয়টি ন্যাক্কারজনক বলেও অভিহিত করেন তারা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবেন তিনি।