মেহেরপুরের গাংনীতে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ ৩০ হাজার টাকা সহায়তা পেলেন গাংনীর ৩৩ জন। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সুপারিশে এ সহায়তা দেন প্রধানমন্ত্রী। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এমপির গাংনীস্থ বাস ভবনে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপকারভোগী রোগীরা।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৩,২০২২//

Discussion about this post