Print Date & Time : 11 May 2025 Sunday 3:42 am

বিয়ের লোভ দেখিয়ে গাংনীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

মেহেরপুরের গাংনীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিক বার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অতঃপর প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা।

মামলার বিবরণে জানা যায়, ১নং আসামী আমার প্রেমিক। আমি একজন বিবাহিত মহিলা দুই সন্তানের জননী। আমি আসামির প্রতিবেশি হওয়ার সুবাদে প্রায়শ আমাদের বাড়িতে যাতায়াত করতো এবং আমার সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তোলে। এবং আমাকে বিবাহের জন্য প্রলুব্ধ করে৷ বিগত ২৪/০৫/২০২২ ইং তারিখে আমি কুষ্টিয়া দৌলতপুর আমার পিতার বাড়ীর সম্পত্তি বিক্রয় করিবার জন্য গেলে আসামি জোর পূর্বক আমার সঙ্গে যায় এবং সেখানে আমার মামাতো ভাই এর বাড়িতে উঠি ও আসামিকে লোকচক্ষুর নিমিত্ত্বে স্বামী বলিয়া পরিচয় দিই৷ আসামি উক্ত তারিখেই রাত্রে আমার অসহায়ত্বের সুযোগে আমার ইচ্ছার বিরুদ্ধে প্রথম ধর্ষণ করে। আমি কান্নাকাটি করিলে আসামি আমাকে বলে দৌলতপুর থেকে ফিরে আমাকে বিবাহ করবে। ইতিমধ্যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, এবং শশুর বাড়িতে আসা নিষিদ্ধ। আমার সমাজেও ঠাই নাই। আমি আসহায় ও নিঃসম্বল হইয়া পড়িয়াছি। আসামি আমাকে মিথ্যা বিবাহের প্রলোভনে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে একাধিক বার ধর্ষণ করিয়াছে। আসামীর সহিত আপোষের চেষ্টা করিয়া ঘটনার বিষয়ে গাংনী থানায় মামলা দায়ের করিতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করিতে পরামর্শ দেন। সেকারণে বিজ্ঞ আদালতে আসিয়া মামলা দায়ের করি।

দৈনিক দেশতথ্য//এল//