গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে মঈনুদ্দীন (৪৮) নামের এক প্রবাস ফেরত মারা গেছেন। মালয়েশিয়া ফেরত মঈনুদ্দীনকে বিষাক্ত পদার্থ খাইয়ে তার স্ত্রী হত্যা করেছেন এমন অভিযােগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মঈনুদ্দীনের মৃত্যু হয়।
২ সন্তানের জনক মঈনুদ্দীন হেমায়েতপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঈনুদ্দীন প্রায়ই ১০ বছর পূর্বে কর্মের তাগিদে মালয়েশিয়া যান।গত এক মাস পূর্বে মঈনুদ্দীন দ্বিতীয় বারের মতাে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে মঈনুদ্দীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় প্রতিবেশীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথে মধ্যে মারা যান।
এদিকে, মঈনুদ্দীনের মৃত্যুতে তার স্ত্রী জুলেখা খাতুনকে দায়ী বলে অভিযােগ তুলেছেন মঈনুদ্দীনের বােন শিরিনা খাতুন।
মঈনুদ্দীনের বােন শিরিনা খাতুন জানান,ভাবীর পরকীয়ার কারণে বিষাক্ত কিছু খাইয়ে আমার ভাইকে ভাবী হত্যা করে স্ট্রোকে মারা গেছে বলে ধামা চাপা দেয়ার চেষ্টা করছে।
এদিকে,মঈনুদ্দীনের ছেলে ইমরান হােসেন ও মেয়ে ইরানী খাতুন জানান,আমার বাবাকে হত্যা করা হয়নি। তিনি স্ট্রোকে মারা গেছেন। তারপর তার শরীরে কয়েকটি জটিল রােগও ছিল।
এদিকে,খবর শুনে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post