Print Date & Time : 4 April 2025 Friday 3:18 am

গাংনীতে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধায় গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের পাশে শিক্ষক সমিতির কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আখতারুজ্জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান পলাশের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, গাংনী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইনসু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, সহসভাপতি আব্দাল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, নির্বাহী সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ সহ শতাধিক সোজাদার ইফতার ও দোয়া মাহফিলে শরিক ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব।