Print Date & Time : 23 August 2025 Saturday 12:33 pm

গাংনীতে প্রেমিকের বাড়িতে অনশন

মেহেরপুরের গাংনীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। বৃহস্পতিবার (১৩ মে) বিকেল থেকে গাংনী  উপজেলার আজান গ্রামের মজিবরের ছেলে মাহফুজ এর বাড়িতে অনশন শুরু করে সে।

প্রেমিকা মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের এর মেয়ে। মেহেরপুর মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী জানান, গত ৯ মাস যাবত মজিবর এর ছেলে মাহফুজ এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন পার্কে ঘুরতে নিয়ে যাওয়া ও জোর পূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে মাহফুজ।

কয়েকদিন আগে তার বাড়িতে নিয়ে এসেও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তাদের প্রেমের বিষয়ে মাহফুজ এর পরিবারের সবাই অবগত আছে বলেও জানায় সে, এখন বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করতে থাকে মাহফুজ। এ কারণে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছে সে।

এবিষয়ে গাংনী উপজেলার ৮নং ধানখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মফিজুল ইসলাম বলেন, বিষয় টি সম্পর্কে আমি অবগত নয়, খোজ নিয়ে জানাচ্ছি।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান বলেন, প্রেমিক মাহফুজ এর বাসায় যাওয়ার আগে কলেজ ছাত্রী বিষয় টি সদর থানা কে জানিয়ে গেছে। এবং আমি তাকে আইনি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছি।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৪,২০২২//