Print Date & Time : 10 May 2025 Saturday 5:00 pm

গাংনীতে ফসলী জমিতে মাটি কাটায় জরিমানা

অবৈধভাবে মাটি বহন করে ইটভাটায় বিক্রির অপরাধে মেহেরপুরের গাংনীতে জাহিদ হাসান নামের এক ট্রলি চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম। জাহিদ হাসান মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের জাহিরুল ইসলামের ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সাহারবাটি ইউনিয়নের টেপুখালী মাঠে ফসলি জমির মাটি কেটে ট্রাক্টর ও টলিতে মাটি বহন করে ইট ভাটায় নিয়ে যাচ্ছিলেন জাহিদ হাসান। মাটি বহন করার কারণে মাটি রাস্তায় পড়াসহ অন্যান্য যানবাহন চলাচলে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জাহিদ হাসান কে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশে ইট প্রস্তুত ও ভাটা নির্মাণ আইন ২০১৩ এর ১/৪ ও ১/৫ এবং ১৫/১ ক ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম বলেন, ফসলি জমিতে মাটি কাটছে এবং মাটি বহনের সময় রাস্তায় মাটি পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে গাংনী থানা পুলিশের একটি টিম।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৩ মার্চ ২০২৩