Print Date & Time : 10 May 2025 Saturday 4:09 am

গাংনীতে ফসলের সবজিক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

মেহেরপুরের গাংনীতে কৃষক আসাদুল ইসলাম কালুর ১২-কাঠা সবজিক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। ক্ষেতে লাউ আবাদ করছিলেন তিনি।

শুক্রবার (৫ মে) রাতে উপজেলার গাঁড়াডোব- পোড়াপাড়ার হুগলাগাড়ী মাঠে এমন অমানবিক ঘটনা ঘটে।

এতে ওই কৃষকের অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক। কৃষক আসাদুল ইসলাম কালু পুড়াপাড়া হঠাৎ পাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

ভুক্তভোগী কৃষক জানান, তিনি একজন বর্গাচাষী, একই গ্রামের বাচ্চু মাষ্টারের কাছে থেকে ১০ হাজার টাকায় ১২ কাঠা জমি লিজ নেন। ২৫ হাজার টাকা খরচ করে তিনি লাউয়ের আবাদ করেন, ইতিমধ্যে তিনি লাউগুলো বাজারজাতও শুরু করেছেন। প্রতিদিনের মতো তিনি সবজি ক্ষেত পরিচর্যা শেষে বাড়ি ফিরেছিলেন। শনিবার সকালে ওই ক্ষেতে গিয়ে দেখেন সমস্ত লাউ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, তার সাথে কারো কোনো শত্রুতা নেই। তবে কি কারনে লাউ ক্ষেত বিনষ্ট করেছে তা তিনি ধারনা করতে পারছেন না বলেও জানান।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মে ২০২৩