মেহেরপুরের গাংনীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা ফসলি জমির ৮ কাঠা বেগুন গাছ কর্তন করেছে।
উপজেলার গাঁড়াডোব গ্রামের মাঠে কৃষক আবুল হোসেনের ৮ কাঠা জমির বেগুন গাছ শুক্রবার (১ জুলাই) ভোর রাতে প্রতিপক্ষরা কেটে নষ্ট করে ওই জমি নিজেদের দাবী করে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হোসেন জানান, আমার সাথে স্থানীয় সয়দ আলীর ছেলে আবুল হোসেনের দীর্ঘ দিন যাবত সংক্রান্ত বিরোধ রয়েছে। যার ফলে আবুল হোসেন তার ছেলে ও স্ত্রী সংর্বদ্ধ হয়ে আমার জমির বেগুন গাছ কর্তন করেছে বলে ধারণা করছি। এছাড়াও তারা আমার কেনা জমি নিজেদের বলে দাবি করছে।
ভুক্তভোগী কৃষক আবুল হোসেন আরও বলেন, উক্ত জমি প্রথমে উপজেলার জুগিন্দা গ্রামের মূল মালিক মৃত দুখী শেখের স্ত্রীর কাছে থেকে আমি ক্রয় করি, পরে আরএস রেকর্ডে দুখী শেখের চার ছেলে কাদিরুল, নুরি, মরিরুল ও শহিদুল ইসলাম এর কাছ থেকে মোট ২৬ শতক জমি ক্রয় করি, জমি চাষে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে আমাকে বাধা প্রদান করতে থাকে, এবং বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও প্রাণ নাশের ভয়-ভীতি দেখিয়ে আসছে, এছাড়া শুক্রবার ভোর রাতে জমির বেগুন গাছ কর্তন করে, আমার জমি জোর পূর্বক তারা দখন করার পায়তারা করছে এবং জমির বেগুন গাছ কর্তন করার পর জমিতে হাল চাষ ও করেছে। আমি এর সুষ্ঠ বিচার চায় ও তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে আমরা দেখি আসছি ভুক্তভোগী কৃষক আবুল হোসেন ওই জমিতে চাষ আবাদ করে আসছে। উক্ত জমি তার দখলে রয়েছে। তবে ক্ষমতার জোরে আবুল হোসেন এর প্রতিপক্ষরা এমন করছেন বলে স্থানীয়রা দাবি করেন।
গাংনী থানার এসআই আব্দুর রাজ্জাক সরেজমিনে তদন্ত করে বেগুন গাছ কর্তনের বিষয়টি নিশ্চিত করেন।
আর//দৈনিক দেশতথ্য//২ জুলাই-২০২২//

Discussion about this post