Print Date & Time : 28 July 2025 Monday 10:09 pm

গাংনীতে ফসল কেটে তছরুপ

মেহেরপুরের গাংনীর যুগিন্দা ব্যাংগাড়ির মাঠে এক কৃষকের আড়াই বিঘা জমির কলার কাদি ও এক বিঘা জমির ফুলকপির চারা কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে কে বা কারা এ ন্যাক্কার ঘটনাটি ঘটায়।

এতে ওই কৃষকে অন্ততঃ পাঁচ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি। ভুক্তভোগি ওই কৃষকের নাম দুলু শেখ। তিনি যুগিন্দা গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।

কৃষক দুলু শেখ জানান, মোটা অংকের টাকায় জমি লিজ নিয়ে আড়াই বিঘা জমিতে ৫০০ টি কলা গাছ লাগিয়েছিলেন। সেই সাথে আরো এক বিঘা জমিতে ফুল কপির চারা দিয়েছিলেন। কলার কাদি বেশ পুষ্ট হয়ে উঠেছে। কদিন পরই বাজারে তোলা হবে। হঠাৎ আজ মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে ফসল তছরুপের ঘটনা দেখতে পান তিনি। এতে অন্ততঃ পাঁচ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলেও দাবী করেছেন ওই কৃষক।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলেই বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ জুলাই ২০২৩