গাংনী(মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামুন্দী ক্যাম্প পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) বামুন্দী পুলিশ ফাঁড়ির এ এস আই শেখ বিপ্লব হোসেনের নেতৃত্বে অভিযানে অন্তর হোসেন (২৬) কে আটক করে। এসময় তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত অন্তর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাইপাইল গ্রামের মনোয় উদ্দিনের ছেলে বলে জানা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বামুন্দী বাসস্ট্যান্ডে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অন্তর কে আটক করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//