মাদক পাচারের সময় অন্তর ইসলাম (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৭০ বোতল ফেনসিডি।
মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম বৃহস্পতিবার (১৯ মে) সকালে তাকে বামন্দী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। অন্তর ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার বাইপাইল এলাকার মনোয়উদ্দীনের ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বামন্দী বাস¯ট্যান্ড এলাকায় দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শেখ মোহাম্মদ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় অন্তর ইসলামের ব্যাগে ফেনসিডিল পাওয়া গেলে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আর// দৈনিক দেশতথ্য//১৯ মে-২০২২//