মেহেরপুরের গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি টীম অভিযান চালায়ে ফেনসিডিলসহ সাগর ওরফে আরজু (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে ।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮০ বোতল ফেনসিডিল। সেই সাথে পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
সাগর ওরফে আরজু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পশ্চিমপাড়ার মকছেদ আলীর ছেলে।
সোমবার (১৮ জুলাই) সকালে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
রোববার রাতে ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান জানান, সাগর ওরফে আরজু একজন মাদক পাচারকারী। সে মোটর সাইকেল যোগে ফেনসিডিল নিয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে যাচ্ছিল। তার গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ তার দেহ ও ব্যাগ তল্লাশী করে। এসময় তার ব্যাগে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। একইসাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গাংনী থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, সাগর ওরফে আরজুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//১৮ জুলাই-২০২২//

Discussion about this post