Print Date & Time : 25 August 2025 Monday 6:20 am

গাংনীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮আগষ্ট) সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভা ও দােয়া মাহফিলের আয়োজন করে।

আলােচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক এমএ খালেক।
গাংনী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নারগিছ সুলতানা নির্জনার সঞ্চালনায়-সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, গাংনী আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মনিরুজ্জামান আতু, মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জাপা)’র সভাপতি আব্দুল হালিম,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাজাহান রেজা ।

এসময় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মােহাম্মদ শফি কামাল পলাশ, উপজেলা কৃষক লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,গাংনী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//