মেহেরপুরের গাংনীতে পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম, গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিৎ কুমার নন্দী।
এসময় বক্তব্য রাখেন নারীনেত্রী নুরজাহান বেগম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন, শিক্ষক নেতা পারভেজ সাজ্জাদ রাজা। আগামী পহেলা বৈশাখ গাংনী উপজেলা চত্বরে উদযাপনে নানা কর্মসূচি পালনে সিদ্ধান্ত গৃহীত হয়।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ০৬,২০২৩//

Discussion about this post